Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সামাজিক বন বিভাগ, আটোয়ারী উপজেলা, পঞ্চগড়।

 

সামাজিক বন বিভাগ, আটোয়ারী, পঞ্চগড়সিটিজেন চার্টার

ভিশনঃ

আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন।

মিশনঃ

জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বনভূমির সম্প্রসারণ, জীব-বৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র বিমোচন ।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

1.     পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা।

2.     বন, জীব-বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি, প্রটোকল এর বিধি বিধান অনুসরণ ও বাস্তবায়ন।

3.     জীব-বৈচিত্র্য সংরক্ষণ।

4.     কার্বন Sequestration.

5.     জলবায়ু স্থিতিস্থাপক বনায়ন, নতুন বন সৃজন, বন সম্পদ আহরণ ও সরবরাহ করা।

6.     ভূমি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা।

7.     প্রাকৃতিক ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

8.     বন ও সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণ।

9.      বন ও সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারনার্থে জনগণের সচেতনতা বৃদ্ধি (Motivation)।

10.         ইকো-পার্ক এর সুষ্ঠু ব্যবস্থাপনা।

অঙ্গীকারঃ

1.     সেবামূলক মনোভাব বৃদ্ধির পরিবেশ সৃষ্টি।

2.     অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণ।

3.     জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

4.     ইকো-সিস্টেম ও প্রাকৃতিক সৌন্দর্য লালন।

5.     বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী রক্ষার্থে সহায়ক কর্মসূচী গ্রহণ।

6.     অবসরে যাওয়া কর্মকর্তা/কর্মচারীদের দুর্ভোগ লাঘবে ‘‘পেনশন সংক্রান্ত’’ বিষয়ে দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

7.     যথাসময়ে উপকারভোগীদের অংশ বিতরণ।